মথুরায় চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল
মথুরা, ২৪ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মথুরা জেলার সুরির থানা এলাকার নৌঝিল-রায়া সড়কে বুধবার চলন্ত একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। চালকের তৎপরতায় গাড়িতে থাকা দুই আরোহী সময়মতো নেমে পড়ায় কোনও প্রাণহানি হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, আলি
মথুরায় চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল


মথুরা, ২৪ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মথুরা জেলার সুরির থানা এলাকার নৌঝিল-রায়া সড়কে বুধবার চলন্ত একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। চালকের তৎপরতায় গাড়িতে থাকা দুই আরোহী সময়মতো নেমে পড়ায় কোনও প্রাণহানি হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, আলিগড় জেলার খায়ের থানা এলাকার নাগলা জাদানা গ্রামের বাসিন্দা মনীশঙ্কর ও অজিত কুমার কাজের উদ্দেশ্যে গাড়িতে করে মথুরা যাচ্ছিলেন। সুলতানপুর ও বাংলা গ্রামের কাছে পৌঁছতেই গাড়িতে স্পার্কিং শুরু হয় এবং তার পোড়ার শব্দ শোনা যায়। পরিস্থিতি বুঝে চালক সঙ্গে সঙ্গে গাড়িটি রাস্তার পাশে থামিয়ে দেন এবং দু’জনেই নিরাপদে নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং সতর্কতামূলকভাবে ওই পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের কারণেই গাড়িতে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় কোনও ধরনের হতাহতের খবর নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande