
ব্যারাকপুর, ২৪ ডিসেম্বর ( হি. স.) :- বুধবার ব্যারাকপুর মহকুমা শাসকের দফতর ও প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় নর্দমা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়াল। একই সঙ্গে ব্যারাকপুর মহকুমা আদালতের সামনের এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বুধবার সকালে স্থানীয়রা নর্দমার মধ্যে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে দেহে কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ খুন করে দেহটি ওই নর্দমায় ফেলে গিয়েছে, নাকি অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে—এই দুই দিক খতিয়ে দেখেই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠানো হয়েছে।প্রশাসনিক ভবন ও আদালতের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সামনে এই ধরনের ঘটনায় সাধারণ মানুষ ও কর্মীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।আনন্দ পান্ডে নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “সকালে নর্দমার পাশে লোকজন জড়ো হতে দেখে কাছে এসে দেখি একটি দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।”পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়