
কোরবা, ২৪ ডিসেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টের নির্দেশনা ও ছত্রিশগড় সরকারের পশুধন উন্নয়ন দফতরের নির্দেশিকা মেনে কোরবা পুরনিগম ও পশুচিকিৎসা দফতরের যৌথ উদ্যোগে ভবঘুরে কুকুরের টিকাকরণ অভিযান ধারাবাহিকভাবে চালানো হচ্ছে।
বুধবার কোরবা পুরনিগম এলাকার মহারানা প্রতাপ নগরে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে ২২টি ভবঘুরে কুকুর ও পোষ্য কুকুরের টিকাকরণ সম্পন্ন করা হয়। পাশাপাশি পোষ্য কুকুরগুলিকে কৃমিনাশক ওষুধও প্রদান করা হয়। এ পর্যন্ত মোট ৩১৫টি কুকুরের টিকাকরণ সম্পন্ন হয়েছে।
এদিন পুরনিগম কর্তৃপক্ষ জানিয়েছে, পোষ্য কুকুরের মালিকরা পশু চিকিৎসালয়ে বিনামূল্যে তাঁদের কুকুরের টিকাকরণ করাতে পারবেন। শহরের বিভিন্ন এলাকায় শিবিরের মাধ্যমে এই কর্মসূচি চালানো হচ্ছে।
পুরনিগমের এক স্বাস্থ্য আধিকারিক জানান, ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণ ও পরিচর্যার জন্য শহরে ৬৭টি ফিডিং পয়েন্ট চিহ্নিত করা হয়েছে এবং সেখানে সাইনবোর্ড বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও একটি বিশেষ ক্যাচিং টিম গঠন করা হয়েছে।
এদিকে, পশুপ্রেমীরা চাইলে ভবঘুরে কুকুরদের দত্তক নিতে পারবেন। আগ্রহীদের পুরনিগমে আবেদন জানাতে অনুরোধ করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য