টিবি মুক্ত জেলা গড়তে পশ্চিম ত্রিপুরায় প্রশাসনের বিশেষ উদ্যোগ
আগরতলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : দেশকে টিবি-মুক্ত করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হল বিশেষ উদ্যোগ। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জেলা প্রশাসন ‘টিবি মুক্ত ভারত অভিযান’-এর রূপরেখা চূড়ান্ত করে। কেন্দ্রীয় স্বাস্থ
জেলা প্রশাসন বৈঠক


আগরতলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : দেশকে টিবি-মুক্ত করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হল বিশেষ উদ্যোগ। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জেলা প্রশাসন ‘টিবি মুক্ত ভারত অভিযান’-এর রূপরেখা চূড়ান্ত করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য ২০২৫ সালের মধ্যে দেশব্যাপী যক্ষা রোগ নির্মূল করা।

বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলার সব মহকুমা শাসক, প্রতিটি ব্লকের বিডিও ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। টিবি নির্মূলের জন্য সচেতনতা বৃদ্ধি, সম্প্রদায়কে সম্পৃক্ত করা, রোগীদের পুষ্টি-সহায়তা, রোগ নির্ণয় ও কর্মসংস্থানমূলক সহায়তা প্রদানের ওপর জোর দেওয়া হয়।

জেলাশাসক ডাঃ বিশাল কুমার জানান, প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে টিবি প্রতিরোধ ও চিকিৎসার সুবিধা আরও সক্রিয় করা হবে, যাতে জেলা থেকে যক্ষা নির্মূলের প্রচেষ্টা বাস্তবায়িত হয়। তিনি জেলার জনগণকে এই সামাজিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, জেলার প্রতিটি পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে টিবি নির্মূলের বিশেষ কর্মসূচি নেওয়া হবে। তাঁর মতে, প্রতিটি পঞ্চায়েত টিবি মুক্ত হলে জেলা টিবি মুক্ত হবে, আর সব জেলা টিবিমুক্ত হলে রাজ্যও টিবিমুক্ত রাজ্য হিসেবে চিহ্নিত হবে। সকল সচেতন নাগরিককে এই উদ্যোগ সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande