ফের বিপত্তি নেপকোতে, শাটারের স্প্রিন্টার ছুটে গুরুতর আহত শ্রমিক
আগরতলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : বোধজংনগরস্থিত নেপকোতে ফের দুর্ঘটনা। শাটারের স্প্রিন্টার ছুটে গিয়ে গুরুতর আহত হলেন এক শ্রমিক। আহত ব্যক্তির নাম বিশ্বনাথ সর্দার (বাড়ি—সুন্দরবন, পশ্চিমবঙ্গ)। জানা গেছে, বুধবার সকালে নেপকোর একটি ঘরের শাটার খোলার কাজে যু
আহত শ্রমিক হাসপাতালে


আগরতলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : বোধজংনগরস্থিত নেপকোতে ফের দুর্ঘটনা। শাটারের স্প্রিন্টার ছুটে গিয়ে গুরুতর আহত হলেন এক শ্রমিক। আহত ব্যক্তির নাম বিশ্বনাথ সর্দার (বাড়ি—সুন্দরবন, পশ্চিমবঙ্গ)।

জানা গেছে, বুধবার সকালে নেপকোর একটি ঘরের শাটার খোলার কাজে যুক্ত ছিলেন বিশ্বনাথ সর্দারসহ আরও এক শ্রমিক। সেই সময় হঠাৎ শাটারের স্প্রিন্টার ছিটকে এসে বিশ্বনাথের কপালে সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই তার কপাল ফেটে রক্তক্ষরণ শুরু হয়। অন্যান্য শ্রমিকরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যান।

নেপকোর কাজের সঙ্গে যুক্ত ইনচার্জ শ্যামসুন্দর কর্মকার জানান, আহত শ্রমিকের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনি আরও জানান, গত এক পক্ষকালের ব্যবধানে এটি নেপকোতে দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে নির্মাণাধীন একটি কার্যালয়ের ট্রেঞ্চ খননের সময় মাটি চাপা পড়ে দু’জন শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande