
আগরতলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এমজিএনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম অপসারণের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনে নামবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
তিনি বলেন, ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে দেশকে স্বাধীন করার লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। মহাত্মা গান্ধীর অসামান্য নেতৃত্বেই কংগ্রেস পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের প্রধান বাহন হিসেবে উঠে আসে। আগামী ২৮ ডিসেম্বর দলীয়ভাবে বিশেষ কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে।
রাজ্যেও প্রতিটি ব্লক, মণ্ডল, মহকুমা ও জেলায় মহাত্মা গান্ধীর প্রতিকৃতির সামনে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এদিন সকাল ১১টায় সার্কিট হাউজের সামনে গান্ধী মূর্তির পাদদেশে সমবেত হয়ে এমজিএনরেগা থেকে গান্ধীর নাম বাতিলের প্রতিবাদ জানাবে কংগ্রেস। পাশাপাশি কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন ও মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী রাজ্য সরকারের সঙ্গে রামদেবের ৪০০ কোটি টাকার জৈব চাষ প্রকল্পের চুক্তিরও তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, ১৯৮৮ সালেই পরীক্ষামূলকভাবে জৈব চাষ শুরু হলেও কৃষকরা তেমন লাভবান হননি। কারণ জৈব সারের সংরক্ষণকাল কম এবং তুলনামূলকভাবে স্বল্প ব্যয়ে রাসায়নিক সার ব্যবহারে কৃষকদের লাভ বেশি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ