
বারাসাত, ২৬ ডিসেম্বর ( হি. স.):- চাকরিতে স্বীকৃতি, মাতৃত্বকালীন ছুটি এবং ভাতার পরিমাণ বৃদ্ধিসহ একাধিক দাবিতে শুক্রবার বারাসাত জেলা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান গেটের সামনে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। সকাল থেকেই তাঁরা হাসপাতালের মূল প্রবেশদ্বারে অবস্থান শুরু করেন, যার ফলে দীর্ঘ সময় ধরে হাসপাতালের প্রবেশপথ অবরুদ্ধ হয়ে পড়ে।বিক্ষোভের জেরে চরম সমস্যার মুখে পড়েন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিজনেরা। জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সগুলিও হাসপাতালের ভিতরে ঢুকতে না পেরে গেটের বাইরে আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।বিক্ষোভকারী আশা কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থাকলেও এখনও পর্যন্ত সরকারি কর্মী হিসেবে তাঁদের পূর্ণ স্বীকৃতি দেওয়া হয়নি। মাতৃত্বকালীন ছুটি ও পর্যাপ্ত সামাজিক সুরক্ষা না থাকায় কর্মরত অবস্থায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা। পাশাপাশি বর্তমান ভাতা অত্যন্ত অপ্রতুল হওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলেও জানান আন্দোলনকারীরা।আশা কর্মীদের বক্তব্য, বারবার প্রশাসনের কাছে দাবি জানানো সত্ত্বেও কোনও স্থায়ী সমাধান মেলেনি। তাই বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে। এ বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়