
শিমলা, ২৬ ডিসেম্বর (হি.স.) : পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ায় হিমাচল প্রদেশের উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাত শুরু হয়েছে। লাহৌল-স্পিতি, কিন্নৌর ও চাম্বা জেলার উচ্চভাগে রাতভর হালকা থেকে মাঝারি তুষারপাত হয়েছে, ফলে শীতের তীব্রতা বেড়েছে।
শিমলা ও মানালিতে আকাশ মেঘলা থাকায় আগামী দিনে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সমতল ও নিম্নাঞ্চলে সকালের দিকে ঘন কুয়াশার দাপটে ভোগান্তি বেড়েছে। সুন্দরনগরে দৃশ্যমানতা নেমে আসে প্রায় ৭০ মিটার এবং মান্ডিতে প্রায় ১২০ মিটারে।
শুক্রবার আবহাওয়া দফতর ২৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সমতল ও নিম্নাঞ্চলে ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি করেছে। বেশ কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। তাবোতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ থেকে ২৯ ডিসেম্বর অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে, তবে কুয়াশার প্রভাব অব্যাহত থাকবে। ৩০ ডিসেম্বর থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য