
হাওড়া, ২৬ ডিসেম্বর ( হি. স.) : ভাতা বাড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বৈতরণী পার হতে চাইছেন বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের ডাকে নবান্নের অদূরে মন্দিরতলা বাসস্ট্যান্ডে আয়োজিত ধর্নামঞ্চে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন তিনি।ধর্নামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার দক্ষ কর্মীদের কাজ না দিয়ে আইপ্যাকের লোকদের বিভিন্ন দায়িত্ব দিচ্ছে। তাঁর অভিযোগ, বৃষ্টি, বন্যা ও নানা প্রাকৃতিক দুর্যোগের সময় যাঁরা মাঠে নেমে কাজ করেন, সেই সিভিল ডিফেন্স কর্মীদের উপযুক্ত স্বীকৃতি ও নিরাপত্তা দেওয়া হচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, এত অভিজ্ঞ ও প্রশিক্ষিত কর্মী থাকা সত্ত্বেও কেন তাঁদের নিয়ে একটি স্থায়ী এসডিআরএফ টিম গঠন করা হচ্ছে না।বিরোধী দলনেতা আরও বলেন, “মুখ্যমন্ত্রী দু’দিন পরপর ভাতা বাড়ালেও তাতে সমস্যার সমাধান হয় না। ভাতা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে।” তাঁর অভিযোগ, কর্মীদের দাবিদাওয়া নিয়ে আলোচনায় না বসে সরকার পুলিশ দিয়ে লাঠিচার্জ করিয়ে আন্দোলন দমন করছে।শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্য সরকার যদি সত্যিই দুর্যোগ মোকাবিলায় আন্তরিক হয়, তবে সিভিল ডিফেন্স কর্মীদের স্থায়ী কাঠামোর মধ্যে এনে মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়