বীর বাল দিবস উপলক্ষ্যে চানমারি গুরুদোয়ারায় বিশেষ প্রার্থনা সভায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা
আগরতলা, ২৬ ডিসেম্বর (হি.স.) : বীর বাল দিবস উপলক্ষ্যে শুক্রবার আগরতলার চানমারি গুরুদোয়ারা সাহিবে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা সভায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। গুরুদোয়ারায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি রাজ্যবাসীর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল ক
গুরুদোয়ারায় মুখ্যমন্ত্রী


আগরতলা, ২৬ ডিসেম্বর (হি.স.) : বীর বাল দিবস উপলক্ষ্যে শুক্রবার আগরতলার চানমারি গুরুদোয়ারা সাহিবে অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা সভায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। গুরুদোয়ারায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি রাজ্যবাসীর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় আশীর্বাদ প্রার্থনা করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে বীর বাল দিবস উদযাপনের ঘোষণা দেন। গুরু গোবিন্দ সিং-এর দুই পুত্র—সাহেবজাদা বাবা জোরাওয়ার সিং ও বাবা ফতেহ সিং-এর অদম্য সাহস, আত্মবিশ্বাস ও আত্মত্যাগকে স্মরণ করতেই এই দিনটি পালন করা হয়। তাদের বীরত্বগাথা দেশের তরুণ সমাজকে অনুপ্রেরণা জোগায় বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, বীর বাল দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হল দেশাত্মবোধের চেতনা জাগ্রত করা এবং নিজের প্রতি বিশ্বাস ও দৃঢ়তা গড়ে তোলা। সারা দেশে এই দিবস আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিনের অনুষ্ঠানে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক ভগবান চন্দ্র দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande