
দুর্গাপুর, ২৭ ডিসেম্বর (হি.স.): আবাসনের কাজ চলাকালীন হাইটেনশন বিদ্যুৎ লাইনে হাত লেগে গুরুতর জখম হলেন এক ইলেকট্রিক মিস্ত্রি। শনিবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসা থানার বামুনাড়া তপোবন সিটি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতের নাম প্রভাত অধিকারী (২৭)। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এবং বাঁকুড়ার বাসিন্দা। কাজ করার সময় আচমকাই ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে হাত লেগে যায় তাঁর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
খবর পেয়ে কাঁকসার মলানদীঘি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা