অপারেশন ‘আমানত’-এ ফের সততার নজির আরপিএফের, যাত্রীদের হারানো সাড়ে চার লক্ষাধিক টাকার সামগ্রী ফিরিয়ে দিল পূর্ব রেল
কলকাতা, ২৭ ডিসেম্বর ( হি. স.):- পূর্ব রেলের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) ফের একবার সততা, নিষ্ঠা ও যাত্রী পরিষেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। ‘অপারেশন আমানত’-এর আওতায় আরপিএফ পূর্ব রেলের বিভিন্ন বিভাগে যাত্রীদের ফেলে যাওয়া ও হারিয়ে যাওয়া ম
আমানত ফেরত


কলকাতা, ২৭ ডিসেম্বর ( হি. স.):- পূর্ব রেলের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) ফের একবার সততা, নিষ্ঠা ও যাত্রী পরিষেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। ‘অপারেশন আমানত’-এর আওতায় আরপিএফ পূর্ব রেলের বিভিন্ন বিভাগে যাত্রীদের ফেলে যাওয়া ও হারিয়ে যাওয়া মোট ৪ লক্ষ ৯৭ হাজার ৫২০ টাকার মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল। শনিবার এমনটাই জানা গিয়েছে পূর্ব রেল সূত্রে।২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা ডিভিশনের আরপিএফ কর্মীরা বিভিন্ন ট্রেন ও রেল চত্বর থেকে পরিত্যক্ত লাগেজ উদ্ধার করেন। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল ২টি পার্স, ১টি মোবাইল ফোন, ১টি গিটার এবং ২০টি ব্যাগ। এই ব্যাগগুলির মধ্যে ল্যাপটপ, চার্জার, মোবাইল ফোন, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ নথি, হাতঘড়ি, প্রসাধনী সামগ্রী, ওষুধপত্র এবং নগদ ৪২,০০৫ টাকা ছিল।হাওড়া, ব্যান্ডেল, রামপুরহাট, আমবিকা কলনা, শিয়ালদহ, বনগাঁ, কলকাতা, দমদম, নৈহাটি, জসিডিহ ও দুর্গাপুর স্টেশন এলাকা থেকে এই সামগ্রীগুলি উদ্ধার করা হয়। যথাযথ যাচাই ও নথিভুক্তির পর সমস্ত জিনিস মালিকদের হাতে তুলে দেওয়া হয়।বিশেষভাবে উল্লেখযোগ্য, বনগাঁ আরপিএফ প্রায় ২.৫০ লক্ষ টাকার এবং দমদম আরপিএফ প্রায় ৭০ হাজার টাকার মূল্যবান সামগ্রী উদ্ধার করে। নিজেদের জিনিস ফিরে পেয়ে যাত্রীরা আরপিএফ ও পূর্ব রেলের ভূয়সী প্রশংসা করেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande