
শ্রীনগর, ২৭ ডিসেম্বর (হি.স.) : কাশ্মীর উপত্যকায় ফের শীতের প্রকোপ বেড়েছে। পরিষ্কার আকাশের কারণে উপত্যকার অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা শূন্যের নিচে নেমে গিয়েছে। শনিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, নববর্ষের আগে ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস। মধ্য কাশ্মীরের পর্যটন কেন্দ্র সোনমার্গে তাপমাত্রা নেমেছে মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা উপত্যকার মধ্যে সর্বনিম্ন। দক্ষিণ কাশ্মীরের পহেলগামে তাপমাত্রা ছিল মাইনাস ৪.৮ ডিগ্রি, আর উত্তর কাশ্মীরের গুলমার্গে মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে ৩০ ডিসেম্বর থেকে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি উপত্যকার একাধিক এলাকায় বৃষ্টি ও তুষারপাত হতে পারে। উত্তর ও মধ্য কাশ্মীরের মধ্য ও উঁচু পার্বত্য এলাকায় মাঝারি তুষারপাতের আশঙ্কাও করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য