নন্দীগ্রাম থানায় পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা শুভেন্দু অধিকারীর, বিজেপি কর্মী গ্রেফতারির প্রতিবাদে সোমবার থানা ঘেরাওয়ের ডাক
নন্দীগ্রাম, ২৭ ডিসেম্বর ( হি. স.) : নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের পাঁচালী’ ট্যাবলো ভাঙচুরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। ওই ঘটনায় বিজেপি কর্মী গৌরাঙ্গ ঘোড়াকে পুলিশ গ্রেফতার করার প্রতিবাদে শনিবার নন্দীগ্রাম থানায় পুলিশের সঙ্গ
শুভেন্দু অধিকারী


নন্দীগ্রাম, ২৭ ডিসেম্বর ( হি. স.) : নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের ‘উন্নয়নের পাঁচালী’ ট্যাবলো ভাঙচুরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। ওই ঘটনায় বিজেপি কর্মী গৌরাঙ্গ ঘোড়াকে পুলিশ গ্রেফতার করার প্রতিবাদে শনিবার নন্দীগ্রাম থানায় পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।প্রসঙ্গত, গত পরশু নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি ট্যাবলো ভাঙচুরের ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেও বিজেপির দাবি ছিল, দুর্ঘটনাবশত গাড়িটি পুকুরে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় শনিবার সকালে একজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ।এদিন নন্দীগ্রামের একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সরাসরি নন্দীগ্রাম থানায় যান শুভেন্দু অধিকারী। থানায় ঢুকেই তিনি পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ গ্রহণ কেন্দ্রের বাইরে জানালার কাছে উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। সে সময় থানার আইসি উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, গ্রেফতারের সময় পুলিশের পক্ষ থেকে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি জানান, এই ঘটনার প্রতিবাদে আগামী সোমবার নন্দীগ্রাম থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রাম এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে পুলিশ ও প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande