নদীয়ায় মহিলাদের নিয়ে শুরু ‘নরেন্দ্র মহিলা ফুটবল কাপ’, অভিনব উদ্যোগ বিজেপির
নদীয়া, ২৭ ডিসেম্বর ( হি. স.):- শনিবার মহিলাদের সমাজের সামনের সারিতে এগিয়ে আনার লক্ষ্যে নদীয়ায় শুরু হল এক অভিনব ক্রীড়া উদ্যোগ। শনিবার চাকদহের হুদা আদিবাসী ক্লাব ময়দানে আয়োজন করা হল নরেন্দ্র মহিলা ফুটবল কাপ। এই প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে বিজেপির নদীয়
নরেন্দ্র কাপ


নদীয়া, ২৭ ডিসেম্বর ( হি. স.):- শনিবার মহিলাদের সমাজের সামনের সারিতে এগিয়ে আনার লক্ষ্যে নদীয়ায় শুরু হল এক অভিনব ক্রীড়া উদ্যোগ। শনিবার চাকদহের হুদা আদিবাসী ক্লাব ময়দানে আয়োজন করা হল নরেন্দ্র মহিলা ফুটবল কাপ। এই প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে বিজেপির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা।খেলার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির নদীয়া দক্ষিণ জেলার সভানেত্রী অপর্ণা নন্দী, স্থানীয় বিধায়ক, দলের জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব এবং একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই মহিলা ফুটবল প্রতিযোগিতার।বিজেপি সূত্রে জানা গিয়েছে, একদিনের এই টুর্নামেন্টে নদীয়া জেলার চারটি বিধানসভা কেন্দ্র থেকে মহিলা ফুটবল দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলগুলিকে আর্থিক সহায়তার পাশাপাশি আকর্ষণীয় ট্রফি প্রদান করা হবে।জেলা সভানেত্রী অপর্ণা নন্দী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মহিলাদের ক্ষমতায়ন ও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন। সেই পথ অনুসরণ করেই জেলায় মহিলাদের খেলাধুলা ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী দিনে মহিলাদের জন্য এমন আরও ক্রীড়া ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে।এলাকায় মহিলাদের নিয়ে এই ধরনের ভিন্নধর্মী ফুটবল প্রতিযোগিতার আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande