বাসন্তীর খড়িমাচন বিস্ফোরণে আহত শিশুকে দেখতে এসএসকেএমে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন
কলকাতা, ২৭ ডিসেম্বর ( হি. স.):- দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার খড়িমাচন গ্রামের বিস্ফোরণে গুরুতর আহত শিশুর শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে পৌঁছালেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন তুলিকা
বাসন্তীর খড়িমাচন বিস্ফোরণে আহত শিশুকে দেখতে এসএসকেএমে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন


কলকাতা, ২৭ ডিসেম্বর ( হি. স.):- দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার খড়িমাচন গ্রামের বিস্ফোরণে গুরুতর আহত শিশুর শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে পৌঁছালেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস। তাঁর সঙ্গে ছিলেন কমিশনের আরও এক সদস্য।প্রসঙ্গত, খড়িমাচন গ্রামের একটি নির্মীয়মান বাড়িতে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের জেরে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্র গুরুতরভাবে জখম হয়। তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।এদিন ট্রমা কেয়ার সেন্টারে গিয়ে শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন কমিশনের প্রতিনিধিরা। চিকিৎসাধীন শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তুলিকা দাস জানান, চিকিৎসা পরিষেবা নিয়ে তাঁরা সন্তুষ্ট। বিস্ফোরণে শিশুটির হাতের তিনটি আঙুল বাদ গেছে। তবে দুটি চোখ ক্ষতিগ্রস্ত হলেও চিকিৎসকদের তরফে এখনও আশার আলো রয়েছে। উন্নত চিকিৎসার মাধ্যমে চোখের দৃষ্টি ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।চেয়ারপার্সন আরও জানান, শিশুটির সঙ্গে তাঁর কথা হয়েছে এবং সে কথার উত্তর দিচ্ছে। পুলিশকে তিন দিনের মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। পরে কমিশনের সদস্যরা এসএসকেএম হাসপাতালের সুপারের সঙ্গেও বৈঠক করেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande