ফিরে দেখা ২০২৫ : বন্যপ্রাণীর মৃত্যু ও তাদের হামলায় হত নাগরিককুল
গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : বিদায়ী ২০২৫ সালে অসমে বন্য হাতির হামলায় নিহত নাগরিক এবং বন্য প্রাণী, বিশেষ করে হাতিমৃত্যুর কয়েকটি তথ্য - গোলাঘাট এবং তামুলপুর জেলায় হাতির হামলায় মোট ১৭ জনের মৃত্যু। এর মধ্যে তানুলপুরে ১১ এবং গোলাঘাটে ছয়জন। ১৩ ফেব্র
ফিরে দেখা ২০২৫


গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : বিদায়ী ২০২৫ সালে অসমে বন্য হাতির হামলায় নিহত নাগরিক এবং বন্য প্রাণী, বিশেষ করে হাতিমৃত্যুর কয়েকটি তথ্য -

গোলাঘাট এবং তামুলপুর জেলায় হাতির হামলায় মোট ১৭ জনের মৃত্যু। এর মধ্যে তানুলপুরে ১১ এবং গোলাঘাটে ছয়জন।

১৩ ফেব্রুয়ারি গোসাঁইগাঁওয়ের বনাগাঁও গ্রামে বুনো হাতির হামলায় প্রবীণ মহিলা সত্যবতী বসুমতারির মৃত্যু।

২৪ ফেব্রুয়ারি গোসাঁইগাঁওয়ে বুনোহাতির আক্রমণে এক কিশোরী ফুংজা মুসাহারির মৃত্যু।

১৬ মে কামরূপ জেলার পালাশবাড়ি এলাকায় বুনো হাতির আক্রমণে ৫৩ বছর বয়সি অশোক দাসের মৃত্যু।

৪ আগস্ট মাজবাটের বগরিবাড়ি গ্রামে বুনো হাতির আক্রমণে ৪২ বছর বয়সি লাবণ্য বড়োর মৃত্যু এবং আহত চারজন।

২০ ডিসেম্বর অসমের লামডিং ডিভিশনের অধীন নগাঁও জেলার অন্তর্গত কামপুর-যমুনামুখ রেলস্টেশনের মধ্যবর্তী চাংজুরাই এলাকায় মিজোরামের সাংহাই-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনটি শাবক সহ সাতটি হাতির মর্মান্তিক মৃত্যু। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু একটি শাবক সহ মোট আটটি বুনো হাতি।

২৫ ডিসেম্বর অসমের কোকরাঝাড় জেলার জওলাও জাতীয় উদ্যান সংলগ্ন শেরফাঙ্গুরি থানাধীন উত্তর মালিগাঁওয়ে বুনো হাতির হামলায় ডান্ডা নার্জারির মৃত্যু এবং আহত সঞ্জিত নার্জারি।

বিদায়ী ২০২৫ সালে অসমে মানুষ–হাতি সংঘাতে মোট প্রায় ৭১ জন নাগরিক এবং ৪১টি হাতির মৃত্যু।

(অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande