স্ট্রবেরি চাষে জৌনপুরের কৃষকদের লক্ষাধিক টাকা আয়
জৌনপুর, ২৭ ডিসেম্বর (হি.স.): প্রচলিত চাষের বাইরে গিয়ে স্ট্রবেরি চাষ করে উত্তর প্রদেশের জৌনপুরের কৃষকরা পাচ্ছেন সাফল্য। স্ট্রবেরি চাষ আগে পাহাড়ি ও শীতপ্রধান এলাকায় সীমাবদ্ধ থাকলেও, এখন জৌনপুরের কৃষকরাও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্ট্রবেরি চাষে
স্ট্রবেরি চাষে জৌনপুরের কৃষকদের লক্ষাধিক টাকার আয়


জৌনপুর, ২৭ ডিসেম্বর (হি.স.): প্রচলিত চাষের বাইরে গিয়ে স্ট্রবেরি চাষ করে উত্তর প্রদেশের জৌনপুরের কৃষকরা পাচ্ছেন সাফল্য। স্ট্রবেরি চাষ আগে পাহাড়ি ও শীতপ্রধান এলাকায় সীমাবদ্ধ থাকলেও, এখন জৌনপুরের কৃষকরাও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্ট্রবেরি চাষে লক্ষাধিক টাকার আয় করছেন।

খুথান ব্লকের সালেমপুর গ্রামের কৃষক কৃষ্ণ কুমার যাদব সমন্বিত উদ্যানপালন উন্নয়ন মিশন প্রকল্পের আওতায় বিশেষ পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শনিবার তিনি জানান, প্রায় ৮০ হাজার টাকা খরচ করে মাত্র চার মাসে ৩.৫ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত লাভ সম্ভব হয়েছে।

এদিন জেলা উদ্যান আধিকারিক জানান, কৃষ্ণ কুমার যাদব ‘উইন্টার ডন’ প্রজাতির স্ট্রবেরি চাষ করেছেন, যা স্থানীয় বাজারে কেজি প্রতি ৩৭০–৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও তিনি আলু, ধান, গম, সর্ষে ও আখের চাষ করেন এবং ৯০ শতাংশ ভর্তুকিতে মিনি স্প্রিংকলার ব্যবহার করছেন।

উদ্যান দফতরের সহায়তায় জৌনপুরের কৃষকরা এখন উচ্চমূল্যের উদ্যান ফসলের দিকে ঝুঁকছেন, যা তাদের আয় বৃদ্ধি ও আর্থিক স্থিতি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande