অন্ডালের খাস কাজোড়ায় ধস, আতঙ্কে খনি এলাকার বাসিন্দারা
দুর্গাপুর, ২৮ ডিসেম্বর (হি.স.): পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খাস কাজোড়া এলাকায় রবিবার ভোরে ফের ধস নামায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইসিএলের কাজোড়া এরিয়ার ১০-১১ নম্বর খনি পিটের কিছুটা দূরে বিস্তীর্ণ এলাকায় মাটি বসে গিয়ে ফাটল দেখা দ
অন্ডালের খাস কাজোড়ায় ধস, আতঙ্কে খনি এলাকার বাসিন্দারা


দুর্গাপুর, ২৮ ডিসেম্বর (হি.স.): পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খাস কাজোড়া এলাকায় রবিবার ভোরে ফের ধস নামায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইসিএলের কাজোড়া এরিয়ার ১০-১১ নম্বর খনি পিটের কিছুটা দূরে বিস্তীর্ণ এলাকায় মাটি বসে গিয়ে ফাটল দেখা দিয়েছে সংলগ্ন আবাসন ও বসতবাড়িতে। পরিস্থিতি সামাল দিতে ধসপ্রবণ এলাকাটি ঘিরে দিয়েছে ইসিএল কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালবেলা বিকট শব্দের সঙ্গে প্রায় ৪০০ বর্গফুট এলাকায় ধস নামে। ধসস্থল থেকে মাত্র ৫০ মিটার দূরে ইসিএলের আবাসন ও জনবসতি রয়েছে, যেখানে প্রায় ৩০০টি পরিবার বসবাস করে। বাসিন্দাদের অভিযোগ, ধসের জেরে একাধিক বাড়িতে ফাটল ধরেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শীতকাল এলেই এলাকায় ধসের আশঙ্কা বাড়ে। উল্লেখ্য, সপ্তাহখানেক আগেও একই এলাকায় ধসের ঘটনা ঘটে। গত ৪ মার্চ পার্শ্ববর্তী পিটি কাজোড়া এলাকায় আচমকা ধসের ফলে একটি বেসরকারি স্কুল ভবন ভেঙে পড়ে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, অবৈধ কয়লা উত্তোলন এবং পরিত্যক্ত খনিতে যথাযথভাবে বালি ভরাট না হওয়ার কারণেই বারবার এই ধরনের ঘটনা ঘটছে।

এদিন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার নেতা শ্রীদীপ চক্রবর্তী অভিযোগ করেন, বেআইনি কয়লা উত্তোলন ও ইসিএলের একাংশ আধিকারিকের উদাসীনতার ফলেই খনি অঞ্চলের মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। অন্যদিকে, তৃণমূলের জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব নুনিয়া বলেন, কোলিয়ারি কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এলাকায় বারবার ধস নামছে এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা প্রয়োজন।

এ প্রসঙ্গে খাস কাজোড়া কোলিয়ারির ম্যানেজার প্রভাকর কুমার পাশওয়ান জানান, কোম্পানি আমলের পুরনো ও পরিত্যক্ত খনির মাটির অংশ বসে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং দুর্ঘটনা এড়াতে এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande