
আজমির, ২৮ ডিসেম্বর (হি.স.): অবৈধ পেট্রোলিয়াম পণ্যের মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে রাজস্থানের আজমির জেলা খাদ্য ও সরবরাহ দফতর কিষাণগড়–জয়পুর জাতীয় সড়কের নোহারিয়া গ্রামের একটি ধাবা থেকে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩০৫০ লিটার অবৈধ ডিজেল বাজেয়াপ্ত করেছে।
রবিবার বন্দর সিন্দ্রি থানার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিক দল নিয়ে অভিযান চালায়। তল্লাশিতে ধাবা চত্বর থেকে একাধিক প্লাস্টিক কনটেনার ও ড্রামে অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, অনুমোদিত দরের চেয়ে কম দামে এই ডিজেল বিক্রি করা হচ্ছিল।
এমএস/এইচএসডি নিয়ম, ২০০৫ লঙ্ঘনের অভিযোগে জ্বালানি ও সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। নিরাপত্তার কারণে উদ্ধার হওয়া ডিজেল নিকটবর্তী আইওসিএল পেট্রোল পাম্পের আওতায় রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য