হাজরা মোড়ে সনাতনী হিন্দুদের অবস্থান বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের ঘোষণা আজ
কলকাতা, ২৮ ডিসেম্বর ( হি. স.) : রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রবিবার দুপুর তিনটা থেকে কলকাতার হাজরা মোড়ে সনাতনী হিন্দু সমাজের অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির আয়োজন ও প্রচারে রয়েছে ধর্মরক্ষা মিশন ট্রাস্ট এবং বিশ
হাজরা মোড় বিক্ষোভ


কলকাতা, ২৮ ডিসেম্বর ( হি. স.) : রাজ্যের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রবিবার দুপুর তিনটা থেকে কলকাতার হাজরা মোড়ে সনাতনী হিন্দু সমাজের অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির আয়োজন ও প্রচারে রয়েছে ধর্মরক্ষা মিশন ট্রাস্ট এবং বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ। উদ্যোক্তাদের দাবি, ধর্মীয় অধিকার, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষার দাবিতে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হাজরা মোড় থেকেই আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে। তাঁদের বক্তব্য, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে সাধারণ সনাতনী মানুষের মধ্যে যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে, তা গণতান্ত্রিক পথে প্রকাশ করতেই এই কর্মসূচি। অবস্থান বিক্ষোভে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা হাজির হতে পারেন বলে আশা করা হচ্ছে।বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে হাজরা মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনের তরফে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর। আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।আয়োজক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবেই এই অবস্থান বিক্ষোভ চলবে। সাধারণ মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়ে বলা হয়েছে, এই আন্দোলন কোনও ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং ধর্ম ও সামাজিক স্বার্থ রক্ষার দাবিতে একটি গণতান্ত্রিক প্রতিবাদ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande