
পূর্ব চম্পারণ, ২৮ ডিসেম্বর (হি.স.) : বিহারের পূর্ব চম্পারণ জেলার হারাইয়া থানা এলাকায় পুলিশ বড় অভিযানে ৮২ কেজির বেশি (প্রায় ৮৩ কেজি) গাঁজা সহ একটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করেছে। এই সময় একজন যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ দল অভিযান চালায়। আইসিপি রোডের ওভারব্রিজের কাছে পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশি করা হলে ভ্যান থেকে ৮২ কেজি ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক নেপালের বীরগঞ্জের ১১ নম্বর ওয়ার্ডের রাণী ঘাটের বাসিন্দা অংশু কুমার গুপ্তা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে ভ্যানটি তাকে একজন অজানা ব্যক্তি দিয়েছিল। পুলিশের সন্দেহ এই মামলায় একটি আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য