
কলকাতা, ২৮ ডিসেম্বর ( হি. স.) : যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে রবিবার শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে শিয়ালদহ–বারাসাত শাখায় বিশেষ টিকিট চেকিং অভিযান চালানো হল। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের এই অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যশরাম মীনা। রেল সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল যাত্রীদের বৈধ টিকিট নিয়ে যাত্রার বিষয়ে সচেতন করা এবং রেল বিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা।অভিযান চলাকালীন মোট ২৮২ জন যাত্রীকে টিকিটবিহীন বা অনিয়মিতভাবে যাত্রা করার অভিযোগে আটক করা হয়। পাশাপাশি, ৯৪টি ক্ষেত্রে অনাবুকড লাগেজ বহনের অভিযোগ এবং ৩৩টি ক্ষেত্রে থুতু ফেলার মতো অসভ্য আচরণের ঘটনাও ধরা পড়ে। সব মিলিয়ে মোট ৪০৯টি মামলা রুজু করা হয়। এই অভিযানে জরিমানা বাবদ মোট ১ লক্ষ ৫ হাজার ৫৯০ টাকা আদায় হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।রেল আধিকারিকদের বক্তব্য, এ ধরনের অভিযান কোনও শাস্তিমূলক পদক্ষেপ নয়, বরং যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য। বৈধ টিকিট নিয়ে যাত্রা করলে যেমন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়, তেমনই রেল পরিষেবার মানও উন্নত হয়।শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে সকল যাত্রীকে অনুরোধ করা হয়েছে, ভবিষ্যতে অবশ্যই যথাযথ টিকিট নিয়ে যাত্রা করতে এবং রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করে একটি শৃঙ্খলাবদ্ধ ও মনোরম যাত্রী পরিবেশ গড়ে তুলতে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়