
কলকাতা, ২৮ ডিসেম্বর ( হি. স.): রাজাবাজার খুনের ঘটনায় বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। অ্যামহার্স্ট স্ট্রিট থানার মামলায় (নং ১৫৭/২৫) অভিযুক্ত মুসলিম আনসারি ওরফে মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ ডিসেম্বর সকাল প্রায় ৯টা নাগাদ রাজাবাজার ক্রসিং সংলগ্ন কে.সি. সেন স্ট্রিটে মেহবুব আলম (৪১) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনার পর অভিযুক্ত একটি স্কুটি নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।নিহত মেহবুব আলম নরকেলডাঙা থানা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর স্ত্রী জাহিদা খাতুন ঘটনার অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তির সঙ্গে অভিযুক্তের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই কারণেই এই খুন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।তদন্তের সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। পাশাপাশি, খুনে ব্যবহৃত কালো রঙের স্কুটি ঝাড়খণ্ডের গিরিডি জেলার বিরনি থানা এলাকার কপিলো গ্রাম থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ গিরিডির বিরনি থানা চত্বর থেকেই অভিযুক্ত মুসলিম আনসারিকে গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গিরিডির মুখ্য বিচারকের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ড চাওয়া হবে। রিমান্ড মঞ্জুর হলে তাঁকে কলকাতায় এনে পরবর্তী তদন্ত চালানো হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়