ঝাড়গ্রামে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’, তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর
ঝাড়গ্রাম, ২৮ ডিসেম্বর ( হি. স.) : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া হাটচালিতে রবিবার বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল ‘পরিবর্তন সংকল্প সভা’। বিধানসভা নির্বাচনের আগে এই সভাকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সভা শেষে সা
শুভেন্দু অধিকারী


ঝাড়গ্রাম, ২৮ ডিসেম্বর ( হি. স.) : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া হাটচালিতে রবিবার বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল ‘পরিবর্তন সংকল্প সভা’। বিধানসভা নির্বাচনের আগে এই সভাকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে কড়া আক্রমণ শানান।হুমায়ুন কবিরের ছেলের প্রসঙ্গে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আইন লঙ্ঘন করে পুলিশি পদক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, নন্দীগ্রামে গৌরাঙ্গ ঘোড়াকে বিএনএসে তোলা হলেও ৩৫ ধারার নোটিশ দেওয়া হয়নি। তাঁর দাবি, গোটা রাজ্যে ‘পিসি-ভাইপো’র স্বার্থে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এর প্রতিবাদে রাজ্যজুড়ে ‘নো ভোট টু মমতা’ স্লোগান তোলার আহ্বান জানান তিনি।নন্দীগ্রামের সেবাশ্রয় নিয়েও তীব্র কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর দাবি, পূর্ব মেদিনীপুরে তৃণমূলের প্রভাব কমেছে এবং লোকসভা নির্বাচনে বিজেপি বড় লিড পেয়েছে। আগামী বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মিলিয়ে বহু আসনে বিজেপি জয়ী হবে এবং সব সিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘উপহার’ দেওয়া হবে।সবশেষে তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস হিন্দু সমাজকে দুর্বল করার চেষ্টা করছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিলেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande