
ভাগলপুর, ২৮ ডিসেম্বর (হি.স.) : বেতন ও প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বাবদ বকেয়া অর্থ না মেটানোর অভিযোগে বিহারের ভাগলপুর জেলার সুলতানগঞ্জ নগর পরিষদের সাফাইকর্মীদের ধর্মঘট রবিবার পঞ্চম দিনে পড়লো।
ধর্মঘটরত সাফাইকর্মীরা তাঁদের দাবিদাওয়া নিয়ে স্থানীয় বিধায়ক অধ্যাপক ললিত নারায়ণ মণ্ডলের বাসভবনে যান। তিনি কর্মীদের বক্তব্য শোনার পর নগর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের সঙ্গে কথা বলেন এবং সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।
কার্যনির্বাহী আধিকারিক জানান, আগামী মঙ্গলবার এ বিষয়ে সাফাইকর্মীদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তবে সাফাইকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য