কার্শিয়ংয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের
জলপাইগুড়ি, ২৮ ডিসেম্বর (হি.স.): রবিবার জলপাইগুড়ির বেলাকোবায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ছাত্রের। কার্শিয়ং-এ কাজ করতে গিয়েছিল জয়দেব রাই প্রধান (১৫) নামে ওই ছাত্র। কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। জয়দেব বেলাকোবা উচ্চ বিদ
কার্শিয়ংয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রের


জলপাইগুড়ি, ২৮ ডিসেম্বর (হি.স.): রবিবার জলপাইগুড়ির বেলাকোবায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ছাত্রের। কার্শিয়ং-এ কাজ করতে গিয়েছিল জয়দেব রাই প্রধান (১৫) নামে ওই ছাত্র। কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

জয়দেব বেলাকোবা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল । ২০২৬ সালে তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে তার ইচ্ছা অপূর্ণই থেকে গেল।

জানা গেছে, কার্শিয়ং-এ কাজ করার সময় একটি হাই-ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে জয়দেবের উপর পড়ে । সে গুরুতরভাবে দগ্ধ হয়। দুর্ঘটনায় তিনজন আহত হয়, জয়দেব মারা যায়।

কার্শিয়ং থানার পুলিশ আধিকারিক পলাশ মহন্ত জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্তাধীন। শনিবার সন্ধ্যায় জয়দেবের মৃতদেহ বেলাকোবার ধুম্ভিটা এলাকায় তার পৈতৃক বাড়িতে আনা হয়। তার বাবা, কৃষক রাজেন্দ্রনাথ রাই প্রধান, তার মা, বোন এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাদের ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, জয়দেব পড়াশোনায় ভালো ছিল এবং মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে বলে আশা করা হচ্ছিল। তবে, পরিবারে আর্থিক সমস্যার জন্য, সম্প্রতি সে কার্শিয়ংয়ে গিয়েছিল, যেখানে সে একজন ঠিকাদারের অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande