ডেলিভারি কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা, গ্রেফতার অভিযুক্ত
পূর্ব সিংভূম, ২৮ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় গভীর রাতে এক ডেলিভারি কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, ম্যাঙ্গোর
ডেলিভারি কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা, গ্রেফতার অভিযুক্ত


পূর্ব সিংভূম, ২৮ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় গভীর রাতে এক ডেলিভারি কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, ম্যাঙ্গোর পরমানন্দ নগরের বাসিন্দা বিশাল গোপ শুক্রবার রাতে ডেলিভারি শেষ করে হায়াত নগর এলাকা হয়ে মোটরবাইকে স্টোরে ফিরছিলেন। সেই সময় চার যুবক তার পথ আটকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দেওয়ায় অভিযুক্তদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করে। প্রাণ বাঁচাতে ডেলিভারি কর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

পরে ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত মোটরবাইক উদ্ধার করে এবং একজন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি অভিযুক্তরা পালিয়ে যায়।

রবিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অভিযুক্তদের সন্ধানে অভিযান চলছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande