
গুয়াহাটি, ২৮ ডিসেম্বর (হি.স.) : ২০২৫-এর ফ্ল্যাশব্যাকে রেল বিষয়ক কয়েকটি উল্লেখযোগ্য খবর তুলে ধরেছে হিন্দুস্থান সমাচার ...
২২ মে 'অমৃত ভারত স্টেশন প্রকল্প'-এর অধীনে অসমের হয়বরগাঁও রেলওয়ে স্টেশনের পুনর্বিকশিত কমপ্লেক্সের ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
২৮ মে বিশ্বের সবচেয়ে উঁচু, ১৪১ মিটার উচ্চতার মণিপুরের ‘ননে ব্রিজ’-এর ১৬৪ নম্বর ব্রিজে গার্ডার স্থাপনের সফল সমাপ্তি।
২৮ জুলাই ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অসমের শ্ৰীভূমি জেলান্তৰ্গত করিমগঞ্জ-মহিষাশন, শিলচর-করিমগঞ্জ-মহিষাশন যাত্রীবাহী ট্রেনের দৈনিক চলাচল।
১৩ সেপ্টেম্বর ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত মিজোরাম। রাজধানী আইজল থেকে সবুজ পতাকা নেড়ে গুয়াহাটি-সাইরাং, সাইরাং-আনন্দবিহার স্পেশাল, সাইরাং-রাজধানী এক্সপ্রেস এবং সাইরাং-গুয়াহাটি এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর।
২ নভেম্বর অসমের হোজাই জেলান্তর্গত লংকা থেকে পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের উমরাংসো পর্যন্ত প্রস্তাবিত রেললাইন প্রকল্পে অনুমোদন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।
২০ ডিসেম্বর অসমের কামপুর-যমুনামুখ রেলস্টেশনের মধ্যবর্তী চাংজুরাই এলাকায় সাংহাই-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় সাতটি হাতির মর্মান্তিক মৃত্যু এবং পাঁচটি যাত্রীবাহী বগি লাইচ্যুত হওয়ার পরিপ্রেক্ষিতে ছয়টি যাত্রীবাহী টেন বাতিল এনএফ রেলের।
(আরও অন্য বিষয়ের খবর পরবর্তীতে)
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস