
হুগলি, ২৮ ডিসেম্বর (হি. স.) : সাংসদ কল্যাণ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিকাশে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আরো উন্নত করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। এর অঙ্গ হিসেবে পর্যায়ক্রমিক ভাবে কাজ চলছে। নাগরিক স্বার্থে তাদের কাছেই যাতে স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য হয় সে দিকে রয়েছে সজাগ দৃষ্টি। অতি সম্প্রতি ভ্রাম্যমান মেডিকেল ইউনিটেরও সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে তা পৌঁছে দেয়া সম্ভবপর হয়েছে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জির সাংসদ তহবিলের অর্থে রবিবার কোন্নগর মাতৃসদন ও শিশু মঙ্গল প্রতিষ্ঠানে অপারেশন থিয়েটার বিভাগের জন্য ৮ লক্ষ ২৯ হাজার ৫৪৪ টাকা ব্যয়ে এলইডি লাইট এবং ১১ লক্ষ ৮৯ হাজার ৫৩৮ টাকা ব্যয়ে অত্যাধুনিক ইলেকট্রো মেকানিক্যাল অপারেশন টেবিলের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদ সহ এদিন তা উদ্বোধনের মঞ্চে অন্যান্যদের মধ্যে কোন্নগর পৌর প্রধান স্বপন কুমার দাস, উপ পৌর প্রধান গৌতম দাস, বিশিষ্ট সমাজসেবী ইন্দ্রজিৎ চন্দ্র, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল সহ অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সাংসদ কল্যাণ ব্যানার্জি এই প্রসঙ্গে জানান - এই উন্নত মানের অপারেশন থিয়েটারের পরিষেবা মিলবে। বহু মানুষ উপকৃত হবে। বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত