
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ২৮ ডিসেম্বর (হি.স.) : চোরের উপদ্রবে দিশেহারা উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি ও কদমতলা থানা এলাকার বাসিন্দারা। অভিযোগ, প্রায় প্রতিদিনই উত্তর জেলার বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনও দৃশ্যমান ব্যবস্থা নেই।
চুড়াইবাড়িতে বাড়িঘরে চুরির ঘটনার রেশ না কাটতেই কদমতলায় আগর বাগানে বড়সড় চুরির ঘটনা সামনে এসেছে। জানা গেছে, রাতে বাগানে ঢুকে কেটে নিয়ে যাওয়া হয়েছে ২২টি মূল্যবান আগর গাছ। বাগান মালিকের দাবি, এই ঘটনায় ক্ষতির পরিমাণ আট থেকে দশ লক্ষ টাকা।
ঘটনার পরেও পুলিশ তৎপর না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, বারবার চুরি হলেও রাতে পুলিশি টহল বাড়ানো হয়নি। স্থানীয়দের আশঙ্কা, “অবিলম্বে পুলিশ টহল জোরদার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।” এ বিষয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ