পেঁচারথলে রাস্তা ছেড়ে বাড়ির ভেতর ঢুকল লরি, আহত ৪ শ্রমিক
পেঁচারথল (ত্রিপুরা), ২৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার পেঁচারথল থানাধীন শান্তিপুর গেট সংলগ্ন এলাকায় শনিবার রাতে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সরাসরি রাস্তা ছেড়ে ঢুকে পড়ে একটি বাড়ির মধ্যে। ঘটনার ফলে বাড়িটির ব্যাপক ক্ষয়ক
সড়ক দুর্ঘটনা


পেঁচারথল (ত্রিপুরা), ২৮ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার পেঁচারথল থানাধীন শান্তিপুর গেট সংলগ্ন এলাকায় শনিবার রাতে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সরাসরি রাস্তা ছেড়ে ঢুকে পড়ে একটি বাড়ির মধ্যে। ঘটনার ফলে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং গুরুতর আহত হন সেখানে থাকা চারজন শ্রমিক।

দুর্ঘটনার পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। প্রথমে তাঁদের পেঁচারথল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় চারজনকেই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার পর লরির চালক ও সহচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে এবং পলাতকদের সন্ধানে তৎপরতা চালাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande