
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): বন্দে মাতরম দেশকে ঐক্যবদ্ধ ও স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত করেছিল, লোকসভায় জাতীয় গীত নিয়ে আলোচনায় বললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, বন্দে মাতরম কেবল স্তোত্রর জন্য নয়, বরং তা পালনের জন্য। যারা কখনও স্বাধীনতা সংগ্রামে অংশ নেননি তারা কীভাবে বন্দে মাতরমের গুরুত্ব বুঝবেন? তারা 'রাষ্ট্রবাদী' নয়, বরং রাষ্ট্রবিবাদী মানুষ। অখিলেশ আরও বলেন, বন্দে মাতরম দেশকে ঐক্যবদ্ধ করেছিল এবং স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত করেছিল। শাসক দল সর্বদা সবকিছুর মালিক হতে চায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা