
মুর্শিদাবাদ, ৮ ডিসেম্বর (হি.স.) : মুর্শিদাবাদের ফরাক্কার চণ্ডিপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ। ফরাক্কা থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে রুবেল শেখ (২২) নামে এক যুবক। তার বাড়ি ফরাক্কা থানার রানীপুরে। সোমবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে শনিবার রাতে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে মুর্শিদাবাদের নওদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মহিবুল ইসলাম। তার বাড়ি নওদার ছাতুমারা এলাকায়। দমদমা এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করে নওদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ