আটক বাংলাদেশি মৎস্যজীবীদের দেশে ফেরানোর উদ্যোগ ভারতের
দক্ষিণ ২৪ পরগনা, ৮ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের ৩২ জন মৎস্যজীবীকে ফেরানোর উদ্যোগ। পদ্মাপাড়ে ফেরানোর ব্যবস্থা ভারত সরকারের। বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকেও ফেরানোর তৎপরতা। জানা গিয়েছে, সোমবারই দেশে ফিরছেন ৪৭ জন ভারতীয় মৎস্যজীবী। এদিন বিকেল
আটক বাংলাদেশি মৎস্যজীবীদের দেশে ফেরানোর উদ্যোগ ভারতের


দক্ষিণ ২৪ পরগনা, ৮ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের ৩২ জন মৎস্যজীবীকে ফেরানোর উদ্যোগ। পদ্মাপাড়ে ফেরানোর ব্যবস্থা ভারত সরকারের। বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকেও ফেরানোর তৎপরতা। জানা গিয়েছে, সোমবারই দেশে ফিরছেন ৪৭ জন ভারতীয় মৎস্যজীবী। এদিন বিকেলে আন্তর্জাতিক জলসীমান্তে মৎস্যজীবীদের হস্তান্তর হবে। হস্তান্তর করবে দুই দেশের উপকূলরক্ষী বাহিনী।

দীর্ঘ তিন মাসের আইনি জটিলতা কাটিয়ে অবশেষে দুই দেশের মৎস্যজীবীদের ফেরানো হচ্ছে দেশে। বেশ কয়েক মাস আগে, আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ার অভিযোগে বাংলাদেশি ট্রলার-সহ ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করে ভারতের উপকূলরক্ষী বাহিনী। এরপর বাংলাদেশের মৎস্যজীবীদের নিয়ে আসা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে। আদালত বাংলাদেশি মৎস্যজীবীদের জেল হেফাজতের নির্দেশ দেয়। এরপর দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা করে অবশেষে মৎস্যজীবীদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande