
কার্শিয়াং, ৮ ডিসেম্বর (হি.স.): কার্শিয়াংয়ের সিটংয়ের কাছে মানা জঙ্গলে গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু হল তিন জনের। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন বিগেন ভুজেল, রুপেন ভুজেল এবং রমেশ গুরুং। মৃত বিগেন ভুজেল স্থানীয় সিটংয়ের গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন।
জানা গেছে, রবিবার রাতে ঘটনাটি ঘটে। এদিন রাত সাড়ে এগারোটা নাগাদ গাড়ি খাদে পড়ে গেলেও স্থানীয়রা টের পাননি। সোমবার সকালে বাসিন্দারা গাড়িটি খাদে পড়ে থাকার বিষয়টি জানতে পারেন। এরপরে উদ্ধার কাজ শুরু হতেই তিন জনের মৃতদেহ উদ্ধার হয়। একজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ