মাদক হাতবদলের ছক রুখে দিল পুলিশ, গ্রেফতার দুই
শিলিগুড়ি, ৮ ডিসেম্বর (হি.স.) : নকশালবাড়ি এশিয়ান হাইওয়ে-২-এ একটি মাদক হাতবদলের ছক রুখে দিল পুলিশ। ১২৪ গ্রাম ব্রাউন সুগার সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পাচারকারীদের নাম মাধব ছেত্রী এবং অজয় ​​মণ্ডল। সূত্রের খবর, নকশালবাড়ির
মাদক হাতবদলের ছক রুখে দিল পুলিশ, গ্রেফতার দুই


শিলিগুড়ি, ৮ ডিসেম্বর (হি.স.) : নকশালবাড়ি এশিয়ান হাইওয়ে-২-এ একটি মাদক হাতবদলের ছক রুখে দিল পুলিশ। ১২৪ গ্রাম ব্রাউন সুগার সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পাচারকারীদের নাম মাধব ছেত্রী এবং অজয় ​​মণ্ডল।

সূত্রের খবর, নকশালবাড়ির রথখোলা এলাকার কাছে একটি হোটেলের পাশের নির্জন এলাকায় রবিবার গভীর রাতে মাদক হাতবদল হওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নকশালবাড়ি থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। তাদের তল্লাশি করে ১২৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পরে উভয়কেই এনডিপিএস আইনে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দুধঘাটের মাধব ছেত্রী মাদক বিক্রির উদ্দেশ্যে অজয় ​​মণ্ডলের কাছে বাইকে নিয়ে এসেছিলেন। দুজনেই দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

ধৃতদের সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় আরো কারা জড়িত তার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande