
জলপাইগুড়ি, ৮ ডিসেম্বর (হি.স.): জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে জোড়া পথ দুর্ঘটনায় আহত হলেন ৫ জন। প্রথম ঘটনাটি ঘটে রবিবার রাতে ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি মোড় এলাকায়। রাত ১২ টা নাগাদ মালবাজারের থেকে একটি গাড়ি ময়নাগুড়ির দিকে আসছিল। গাড়িতে ৪ জন যাত্রী ছিলেন। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই টোটো। অভিযোগ, টোটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। ছুটে আসে স্থানীয়রা। গাড়ির ৪ যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে পাঠানো হয় জলপাইগুড়ি হাসপাতালে। অন্যদিকে, সোমবার সকালে ময়নাগুড়ির লক্ষ্মীর হাট এলাকায় একটি বাইকের সঙ্গে টোটোর ধাক্কা লাগে। ঘটনায় আহত হয়েছেন বাইক চালক। তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা