
কলকাতা, ৮ ডিসেম্বর (হি.স.): কলকাতা বিমানবন্দরে সোমবার উড়ান চলাচলের পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে। সকাল ১০টা পর্যন্ত কলকাতায় আসার এবং কলকাতা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল ৪৪টি উড়ানের। এর মধ্যে কলকাতায় আসার কথা ছিল ২০টি এবং ছেড়ে যাওয়ার ছিল ২৪টি উড়ানের। আসার কথা ছিল যে সব উড়ানের তার মধ্যে এদিন ২টি বাতিল হয়েছে। ছেড়ে যাওয়ার কথা ছিল এমন উড়ান বাতিল হয়নি। সব মিলিয়ে ইন্ডিগোর ৪১টি উড়ান ওই সময়ের মধ্যে ওঠানামা করেছে। কলকাতায় এসে পৌঁছনোর কথা ছিল এমন দু'টি উড়ানের ক্ষেত্রে আধ ঘণ্টা করে বিলম্ব ঘটেছে। উড়ান সংস্থা ইন্ডিগোর দাবি আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তারা পরিষেবা স্বাভাবিক করবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ