
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): মুর্শিদাবাদে মসজিদ নির্মাণ নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন গিরিরাজ। তাঁর কথায়, কিছু মানুষ বন্দে মাতরম নয়; বাবরি মসজিদে বিশ্বাসী।
সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনা প্রসঙ্গে সোমবার সকালে গিরিরাজকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, ''কিছু মানুষ 'বন্দে মাতরম'-এ বিশ্বাস করে না, কিন্তু তারা বাবরি মসজিদে বিশ্বাস করে। হুমায়ুন কবীর নযন, মমতা বন্দ্যোপাধ্যায় তা সম্পন্ন করেছেন (মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন)। এটি একটি সুচিন্তিত কৌশল অনুসারে করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন এর পরিণতি ভোগ করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা