ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত, যাত্রী সুবিধার্থে চলছে বিশেষ ট্রেন
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): দেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগোর বিমান বিভ্রাট সোমবারও অব্যাহত। ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে সোমবার সকালেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভিড় ও তাঁদের মধ্যে হতাশা দেখা গিয়েছে। একই অবস্থা
ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত, যাত্রী সুবিধার্থে চলছে বিশেষ ট্রেন


নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): দেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগোর বিমান বিভ্রাট সোমবারও অব্যাহত। ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে সোমবার সকালেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভিড় ও তাঁদের মধ্যে হতাশা দেখা গিয়েছে। একই অবস্থা ছিল মুম্বই এবং কলকাতা-সহ দেশের অন্যান্য বিমানবন্দরগুলিতেও।

এমতাবস্থায় যাত্রীদের পাশে রয়েছে ভারতীয় রেল। ইন্ডিগোর বিমান বিভ্রাটের মধ্যে, যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করে ভারতীয় রেল। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। দিল্লি-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলছে বিশেষ ট্রেন। বাড়ানো হয়েছে কামরার সংখ্যা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande