নির্মাণকাজ চলাকালীন বহুতল থেকে পড়ে মৃত্যু মহিলা শ্রমিকের
হুগলি, ৮ ডিসেম্বর (হি.স.): নির্মাণ কাজ চলাকালীন বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। সোমবার ঘটনাটি ঘটেছে চন্দননগরের পাদ্রীপাড়া বেলতলায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়| জানা গেছে, মৃতার নাম শ্যামলী বাগ (৪৫)। তিনি চন্দননগর কুণ্
নির্মাণকাজ চলাকালীন বহুতল থেকে পড়ে মৃত্যু মহিলা শ্রমিকের


হুগলি, ৮ ডিসেম্বর (হি.স.): নির্মাণ কাজ চলাকালীন বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। সোমবার ঘটনাটি ঘটেছে চন্দননগরের পাদ্রীপাড়া বেলতলায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়|

জানা গেছে, মৃতার নাম শ্যামলী বাগ (৪৫)। তিনি চন্দননগর কুণ্ডুঘাটের বাসিন্দা। একটি পাঁচতলা ফ্লাট নির্মাণের কাজ চলছিল। স্থানীয়দের দাবি, ভাড়া বেঁধে পাঁচ তলায় প্লাস্টারের কাজ চলছিল| সেই কাজ চলাকালীনই মহিলা উপর থেকে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর বহুতলের কাজে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande