
খড়্গপুর, ৮ ডিসেম্বর (হি.স.): রবিবার রাতে আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে খড়্গপুর শহরের মালঞ্চ এলাকায় অবস্থিত অতুলমণি পলিটেকনিক হাইস্কুলের সামনে থেকে গ্রেফতার করা হয় ওই দুষ্কৃতীকে। সাংবাদিক বৈঠক করে জানালেন খড়্গপুরের এসডিপিও ধীরজ ঠাকুর এবং খড়্গপুর টাউন থানার আইসি পার্থসারথি পাল। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতের নামে মামলা দায়ের করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা