বারুইপুরে হাসপাতাল চত্বর থেকে উদ্ধার সদ্যোজাত
বারুইপুর, ৮ ডিসেম্বর (হি.স.): হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হল এক সদ্যোজাত কন্যাসন্তান। সোমবার সকালে বারুইপুর মহকুমা হাসপাতাল চত্বরের মধ্যে সামনের একটি বাগান থেকে ওই সদ্যোজাত কন্যাসন্তানটিকে উদ্ধার করেন হাসপাতালের কর্মীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে
বারুইপুরে হাসপাতাল চত্বর থেকে উদ্ধার সদ্যোজাত


বারুইপুর, ৮ ডিসেম্বর (হি.স.): হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হল এক সদ্যোজাত কন্যাসন্তান। সোমবার সকালে বারুইপুর মহকুমা হাসপাতাল চত্বরের মধ্যে সামনের একটি বাগান থেকে ওই সদ্যোজাত কন্যাসন্তানটিকে উদ্ধার করেন হাসপাতালের কর্মীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়|

জানা গেছে, হাসপাতালেই সদ্যোজাত বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা হয়। বারুইপুর মহাকুমা হাসপাতালে সুপার পরে জানান, শিশুটি সুস্থ আছে। আপাতত হাসপাতালের তত্ত্বাবধানে থাকবে শিশুটি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande