‘বন্দেমাতরম’ নিয়ে এই আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে: প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): ‘বন্দেমাতরম নিয়ে এই আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। সোমবার বন্দেমাতরমের গৌরব পুনর্প্রতিষ্ঠা করার সময়’, লোকসভায় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর বর্ষপূর্তিতে লোকসভায় আলোচনার শ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): ‘বন্দেমাতরম নিয়ে এই আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। সোমবার বন্দেমাতরমের গৌরব পুনর্প্রতিষ্ঠা করার সময়’, লোকসভায় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ‘বন্দেমাতরম’-এর ১৫০ বছর বর্ষপূর্তিতে লোকসভায় আলোচনার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে আবারও কংগ্রেসকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বন্দেমাতরম-এর ১০০ বছর বর্ষপূর্তি সময়ে জরুরি অবস্থা ছিল। ভারতীয় সংবিধানের শ্বাসরোধ করে দেওয়া হয়েছিল। অথচ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই রচনা ছিল স্বাধীনতার স্বর।’

প্রধানমন্ত্রী বলেন, বন্দে মাতরম কেবল রাজনৈতিক স্বাধীনতার মন্ত্র ছিল না। এটি আমাদের স্বাধীনতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি অনেক বিস্তৃতও ছিল। স্বাধীনতা আন্দোলন ছিল আমাদের মাতৃভূমিকে দাসত্বের কবল থেকে মুক্ত করার যুদ্ধ। আমাদের বেদের সময় বলা হয়েছিল, এই ভূমি আমার মা, এবং আমি এই মাটির পুত্র। শ্রী রাম যখন লঙ্কা ত্যাগ করেছিলেন তখন এই একই ধারণা প্রকাশ করেছিলেন। বন্দে মাতরম আমাদের মহান সাংস্কৃতিক ঐতিহ্যের একটি আধুনিক অবতার।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande