সংসদে মোদীর মুখে ‘বঙ্কিমদা’, তৃণমূলের আপত্তিতে ভুল শুধরে করলেন ‘বাবু’
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি. স. ) : সোমবার সংসদ অধিবেশনের শুরুতে ‘বন্দে মাতরম’-এর উপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ইতিহাস তুলে ধরার পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে এই গীতের গুরুত্ব তুলে ধরেন তিনি। তবে শুরু থেকে নিজের ভাষণে ‘বন্দে মাতরম’-
সংসদে মোদীর মুখে ‘বঙ্কিমদা’


নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি. স. ) : সোমবার সংসদ অধিবেশনের শুরুতে ‘বন্দে মাতরম’-এর উপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ইতিহাস তুলে ধরার পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে এই গীতের গুরুত্ব তুলে ধরেন তিনি। তবে শুরু থেকে নিজের ভাষণে ‘বন্দে মাতরম’-এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এতেই আপত্তি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

বার তিনেক আপত্তির পর সৌগতর কথা পৌছয় নরেন্দ্র মোদীর কানে। দমদমের সাংসদ বলেন, ‘অন্তত বাবু বলুন।’ সঙ্গে সঙ্গে ভাষণ থামান মোদী। ভুল শুধরে তিনি বলেন, “আপনার ভাবনাকে আমি সম্মান করি। বঙ্কিমদা বলা আমার ভুল। ওনাকে ‘বঙ্কিমবাবু’ বলছি।”

পাশাপাশি সৌগতকে দাদা সম্বোধন করে ধন্যবাদ জানিয়ে খানিক মশকরার সুরে মোদী বলেন, ”আপনাকেও তো দাদা বলেই সম্বোধন করি।” এরপর থেকে পুরো ভাষণে ‘বন্দে মাতরম’-এর রচয়িতাকে বঙ্কিমবাবু বলেই উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande