
নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): ২০৪৭-এর মধ্যে ভারতকে বিকশিত করতেই হবে, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লোকসভায় বন্দে মাতরম নিয়ে বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, এখানে কোনও নেতৃত্ব এবং বিরোধিতা নেই। আমরা এখানে সম্মিলিতভাবে বন্দে মাতরমের ঋণকে উপলব্ধি করতে এবং গ্রহণ করতে এসেছি। বন্দে মাতরমের জন্যই আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। বন্দে মাতরমের ঋণ স্বীকার করার জন্য এটি আমাদের সকলের জন্য একটি পবিত্র মুহূর্ত। এটি উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিমে দেশকে ঐক্যবদ্ধ করেছিল। আবার ঐক্যবদ্ধ হওয়ার এবং সকলের সঙ্গে একসাথে এগিয়ে যাওয়ার সময় এসেছে। বন্দে মাতরম আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত এবং উজ্জীবিত করবে। আমাদের ২০৪৭ সালের মধ্যে আমাদের দেশকে আত্মনির্ভর এবং বিকশিত করার সংকল্প পুনর্ব্যক্ত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনসাধারণের সঙ্গে বন্দে মাতরমের যে গভীর সম্পর্ক ছিল, তা আমাদের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ কাহিনীর প্রকাশ হয়ে ওঠে। যেমন প্রতিটি নদী, তা সে সিন্ধু, কাবেরী, অথবা গঙ্গা, তার সঙ্গে একটি সাংস্কৃতিক প্রবাহ এবং উন্নয়নের যাত্রা বহন করে, ঠিক তেমনই আমাদের স্বাধীনতার প্রতিটি যাত্রা বন্দে মাতরমের চেতনার মধ্য দিয়ে গেছে। পৃথিবীর অন্য কোথাও এত চমৎকার এবং শক্তিশালী রচনা খুঁজে পাওয়া কঠিন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা