গয়না ছিনতাইয়ের অভিযোগে আলিপুরদুয়ারে গ্রেফতার ১৮
আলিপুরদুয়ার, ৮ ডিসেম্বর (হি.স.): আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে ধর্মীয় অনুষ্ঠান থেকে গয়না ছিনতাইয়ের ঘটনায় ১৪ জন মহিলা-সহ ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকেই ব্যান্ডেলের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দলটি বিভিন্ন মেলা, উৎসব বা
গয়না ছিনতাইয়ের অভিযোগে আলিপুরদুয়ারে গ্রেফতার ১৮


আলিপুরদুয়ার, ৮ ডিসেম্বর (হি.স.): আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে ধর্মীয় অনুষ্ঠান থেকে গয়না ছিনতাইয়ের ঘটনায় ১৪ জন মহিলা-সহ ১৮ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকেই ব্যান্ডেলের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দলটি বিভিন্ন মেলা, উৎসব বা পুজো মণ্ডপের ভিড়ে মিশে গিয়ে সোনার গয়না ছিনতাই করে।

রবিবার আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডের ধর্মীয় অনুষ্ঠানেও প্রচুর ভক্তের ভিড় হয়েছিল। অভিযোগ, সেখানে অন্তত দশ জনের সোনার গয়না ছিনতাই হয়। এরপর রাতভর অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের থেকে দুটি সোনার হার ও লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande