
কলকাতা, ৮ ডিসেম্বর (হি.স.): আগামী সাত দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। সর্বত্রই পারদ মোটের উপর অপরিবর্তিত থাকবে। নতুন করে তাপমাত্রা না কমলে জাঁকিয়ে শীত এখনই অনুভব করা যাচ্ছে না। তবে উত্তুরে হাওয়ার কারণে কুয়াশার সমস্যা দেখা দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
রবিবারের মতো সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকল ১৫ ডিগ্রির ঘরে। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। শহর ও শহরতলির তুলনায় শীতের আমেজ অনেকটাই বেশি গ্রাম বাংলায়। কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে পুরুলিয়া, বর্ধমানে। উত্তরবঙ্গেও এই মুহূর্তে শীতের আমেজ জমজমাট।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা