নাসিকে গভীর খাদে গাড়ি পড়ে নিহত ছয়
মুম্বই, ৮ ডিসেম্বর (হি.স.): রবিবার সন্ধ্যায় নাসিক জেলার কালভান তহসিল এলাকার সপ্তশ্রুঙ্গ গড় ঘাট এলাকায় একটি গাড়ি ৬০০ ফুট গভীর খাদে পড়ে ছয়জন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তির নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে। সোমবার সকাল পর্যন্ত, নিহতদের
নাসিকে গভীর খাদে গাড়ি পড়ে নিহত ছয়


মুম্বই, ৮ ডিসেম্বর (হি.স.): রবিবার সন্ধ্যায় নাসিক জেলার কালভান তহসিল এলাকার সপ্তশ্রুঙ্গ গড় ঘাট এলাকায় একটি গাড়ি ৬০০ ফুট গভীর খাদে পড়ে ছয়জন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তির নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে। সোমবার সকাল পর্যন্ত, নিহতদের সকলের মৃতদেহ খাদ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। ঘটনার তদন্ত চলছে।

নাসিক জেলা সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রোহিত কুমার রাজপুত সোমবার জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় কালভান ঘাট এলাকায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এদিন সকাল পর্যন্ত, খাদে পড়ে যাওয়া গাড়ি থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সকলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মোট সাতজন ছিলেন। তাদের মধ্যে একজন আহত এবং নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের নাম কীর্তি প্যাটেল (৫০), রাসিলা প্যাটেল (৫০) এবং ভিন প্যাটেল (৭০)। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনাকে দুঃখজনক বলেছেন এবং মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande